Header Ads Widget

Breaking

Thursday, April 20, 2023

WBBSE Class 10 Geography Suggestion 2023 Pdf | মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর ২০২৩

WBBSE Class 10 Geography Suggestion 2023 Pdf : তোমরা যে সকল ছাত্রছাত্রী Upcoming Madhyamik Exam 2023-24 দিতে চলেছ এবং ভাবছ কীভাবে তোমার মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর গুলিকে পড়বে তার একটি নমুনা সাজেশন Class 10 Geography Suggestion 2023 টি তোমাকে মাধ্যমিক ভূগোলের প্রশ্ন সম্পর্কে বোধগম্য করে তুলবে।

WBBSE Class 10 Geography Suggestion 2023
WBBSE Class 10 Geography Suggestion

WBBSE Class 10 Geography Suggestion 2023 Pdf

মাধ্যমিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল 'ভূগোল'। মাধ্যমিক পরীক্ষায় ভাল মার্কস পেতে এই বিষয়ে গুরুত্ব অপরিসীম। মাধ্যমিক ভূগোল বিষয়টির প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বেছে নিয়ে আজকের এই মাধ্যমিক ভূগোল সাজেশনটি তৈরী করা হল।

১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ ১X১৪= ১৪

1➤ আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হল-

ⓐ পর্যায়ন
ⓑ নগ্নীভবন
ⓒ পুঞ্জিতক্ষয়
ⓓ ক্ষয়ীভবন

2➤ মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে-

ⓐ বাজাদা
ⓑ প্লায়া
ⓒ ওয়াদি
ⓓ ধ্রিয়ান

3➤ পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ-

ⓐ ৩২%
ⓑ ৩৪%
ⓒ ৩৬%
ⓓ ৩৮%

4➤ বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আদ্রতা হয়-

ⓐ 0%
ⓑ 50%
ⓒ 75%
ⓓ 100%

5➤ উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় -

ⓐ প্রবল শৈত্য
ⓑ প্রখর উষ্ণতা
ⓒ দুর্যোগপূর্ণ আবহাওয়া
ⓓ কোনটিই নয়

6➤ কেন্দ্রিক বলের প্রভাবে সৃষ্ট হয়-

ⓐ মুখ্য জোয়ার
ⓑ গৌণ জোয়ার
ⓒ ভরা জোয়ার
ⓓ মরা জোয়ার

7➤ ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল-

ⓐ মিথেন
ⓑ নাইট্রোজেন
ⓒ অ্যামোনিয়া
ⓓ কোনটিই নয়

8➤ ভারতের উত্তরতম স্থানটি-

ⓐ ইন্দিরা বিন্দু
ⓑ কিবিথু
ⓒ ইন্দিরা কল
ⓓ কন্যাকুমারিকা

9➤ বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য-

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ মহারাষ্ট্র
ⓒ পাঞ্জাব
ⓓ তামিলনাড়ু

10➤ ভারতে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব দেখা যায় -

ⓐ গ্রীষ্মকালে
ⓑ বর্ষাকালে
ⓒ শীতকালে
ⓓ শরৎকালে

11➤ ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি গড়ে উঠেছে -

ⓐ চিত্তরঞ্জন
ⓑ বারানসি
ⓒ জামশেদপুর
ⓓ ব্যাঙ্গালোরে

12➤ ভারতের ব্যস্ততম সড়ক পথটি হল-

ⓐ NH-1
ⓑ NH-2
ⓒ NH-7
ⓓ NH-8

13➤ ভূবৈচিত্র সূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তা হল -

ⓐ SOI
ⓑ NASA
ⓒ ISRO
ⓓ NATMO

২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে ‘ শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখ। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)।  ১X৬ = ৬

(ক) হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম হয়। [ অ ]

(খ) CFC প্রধানত গ্রিনহাউস গ্যাস। [ অ ]

(গ) আটাামা মরুভূমি সৃষ্টির কারণ পার্শ্ববর্তী উপকূলের উষ্ণ স্রোত। [ শু ]

(ঘ) রাবার একটি বাগিচা ফসল। [ শু ]

(ঙ) পুষ্টি মৌলের আবর্তন ঘটে কম্পোস্টিং এর মাধ্যমে। [ অ ]

(চ) ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্রে অবস্থিত। [ শু ]

(ছ) দুর্গাপুর ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্র। [ শু ]


৩। উপযুক্ত শব্দভাষচিয়ে শূন্যস্থান পূরণ কর। ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১X৬ = ৬

(ক) অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি  বারখান  নামে পরিচিত

(খ) প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমন্ডলের  ওজন  স্তরকে।

(গ) নদী মোহনা  ফানেল  আকৃতির হলে বানডাকার তীব্র প্রকট হয় ।

(ঘ)  পারদ  দূষণের ফলে মিনামাটা রোগ হয়।

(ঙ) ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী বলে বেঙ্গালোর  নগরকে।

(চ) ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের প্রতি এক হাজার পুরুষের নারীর সংখ্যা  ৯৪৩

(ছ) উপগ্রহ চিত্রে বনভূমিকে  লাল  রং দ্বারা দেখানো হয়।


৪। একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)  ১X৬ = ৬

(ক) ধারণ অববাহিকা নদীর কোন অংশে দেখা যায়?

উঃ উচ্চ বা পার্বত্য অববাহিকায়।

(খ) সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত মিলিবার?

উঃ ১০১৩.২৫ মিলিবার।

(গ) কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সর্বনিম্ন?

উঃ নিরক্ষীয় অঞ্চলে।

(ঘ) গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে চালু হয়?

উঃ ১৯৮৬ সালে।

(ঙ) কোন ফসল কে তৃষ্ণার্ত ফসল বলে?

উঃ ধান/ ইক্ষু'কে।

(চ) সরলবর্গীয় অরণ্য অঞ্চলের তলদেশের মাটিকে কি বলে?

উঃ পডজল।

(ছ) ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কি?

উঃ কার্পাস বয়ন শিল্পকে।

(জ) সাদা-কালো উপগ্রহ চিত্র কে কি বলে?

উঃ Grayscale


৫। বামদিকের সঙ্গে ডানদিকের মিল করঃ ১X৪ = ৪

বামদিক ডানদিক
1. রেলপথ রকেট উৎক্ষেপণ সংস্থা (2)
2. ইসরো কয়াল (4)
3. রাজস্থান হীরক চতুর্ভুজ (1)
4. মালাবার আঁধি (3)


৬। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়)  ২X৬ = ১২

(ক) জলপ্রপাতের পশ্চাদ অপসারণ কাকে বলে? অথবা, ক্রেট গ্রীন ওয়াল কি?

(খ) টর্নেডো কি? অথবা, শৈবাল সাগর কি

(গ) মানি ওর পিঠ কি? অথবা, e-বর্জ্য কী?

(ঘ) মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? অথবা, অনুসারী শিল্প কি?

(ঙ) স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? অথবা, নগরায়নের দুটি সমস্যা লেখ?

(চ) দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি? অথবা, জিও স্টেশনারি উপগ্রহ কি?


৭। সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়)  ৩X৪ = ১২

(ক) পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী হয় কেন?

অথবা, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন?

(খ) কঠিন বর্জ্য ব্যবস্থাপনার তিনটি পদ্ধতি লেখ?

অথবা, বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা লেখ?

(গ) পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের তিনটি পার্থক্য লেখ?

অথবা, জল ধরার মাধ্যমে মৃত্তিকা ক্ষয়ের তিনটি পদ্ধতি আলোচনা কর?

(ঘ) ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের তিনটি পার্থক্য লেখ?

অথবা, উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার লেখ?


৮। যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ  ৫X২ = ১০

(ক) বায়ুর ক্ষয় কার্যের ( অবঘর্ষ প্রক্রিয়ার) ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও?

(খ) নদীর নিম্ন প্রবাহের শ্রেষ্ঠ তিনটি ভূমিরূপ এর বর্ণনা দাও?

(গ) বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পাঁচটি পদ্ধতি আলোচনা কর?

(ঘ) জোয়ার ভাটার পাঁচটি প্রভাব আলোচনা কর?


৯। যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ  ৫X২= ১০


(ক) ভারতীয় পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনামূলক আলোচনা কর?

(খ) ভারতে কৃষির পাঁচটি বৈশিষ্ট্য আলোচনা কর?

(গ) ভারতে অসম জন বন্টনের পাঁচটি কারণ আলোচনা কর?

(ঘ) পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর?

আরো পড়ুন

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
Class 10 Geography Suggestion Pdf টির লিংক নীচে দেওয়া রয়েছে।

File Details:

Name: WBBSE Class 10 Geography Suggestion 2023 Pdf

Langugage: Bengali

Page No: 3

Size: 335KB

Download: Click Here To Download


No comments:

Post a Comment