Breaking

Friday, February 24, 2023

MCQ history questions with answers WBBSE Madhyamik - মাধ্যমিক ইতিহাস বিকল্পধর্মী প্রশ্নোত্তর

 MCQ history questions with answers WBBSE Madhyamik - মাধ্যমিক ইতিহাস বিকল্পধর্মী প্রশ্নোত্তর 

WBBSE Madhyamik History Questions with Answers:  তোমরা যে সকল ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা ২০২৩ দিচ্ছ এবং বিভিন্ন সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর খুজে চলেছ তাদের বলব আর এদিক ওদিক খোঁজাখুঁজি না করে আমাদের এই ওয়েবসাইট wbelearning ফলো করতে পার। এখানে WBBSE পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিভন্ন প্রশ্নোত্তর ও সিলেবাস নিয়মিত আপলোড করা হয় যা তোমাদের দারুণভাবে সাহায্য করবে।
MCQ history questions with answers WBBSE Madhyamik

Madhymik History MCQ- মাধ্যমিক ইতিহাস বিকল্পধর্মী প্রশ্নোত্তর

এই প্রতিবেদনে তোমরা মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় যে বিকল্পধর্মী প্রশ্নগুলি এসে থাকে সেগুলিকেই তুলে ধরা হয়েছে। মাধ্যমিক Madhyamik History MCQ প্রশ্নগুলি অষ্টম অধ্যায়ের থেকে গৃহীত হয়েছে। আশা করি  Madhymik History Chapter 8 থেকে অন্তত দুটি প্রশ্ন অবশ্যই Madhymik History Exam 2023 এ common পাবেই।

1➤ ভারতের স্বাধীনতা আইন পাশ হয় ১৯৪৭ খ্রিস্টাব্দে-

ⓐ ২৬ জানুয়ারি
ⓑ ১৮ জুন
ⓒ ১৮ জুলাই
ⓓ ১৫ আগষ্ট

2➤ কাকে ভারতের লৌহমানব বলা হয়-

ⓐ জওহরলাল নেহরুকে
ⓑ বল্লভভাই প্যাটেলকে
ⓒ রাজা রামমোহন রায়কে
ⓓ লালা লাজপৎ রায়কে

3➤ মহারাজা হরি সিং যে দেশীয় রাজ্যের রাজা ছিলেন-

ⓐ গুজরাট
ⓑ কাশ্মীর
ⓒ মহারাষ্ট্র
ⓓ হায়দ্রাবাদ

4➤ নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়-

ⓐ ১৯৫০ সালে
ⓑ ১৯৪৫ সালে
ⓒ ১৯৫৩ সালে
ⓓ ১৯৬৪ সালে

5➤ অন্ধ্রপ্রদেশের জন্ম হয় -

ⓐ ১৯৫৩ সালে
ⓑ ১৯৫৪ সালে
ⓒ ১৯৬৪ সালে
ⓓ ১৯৬৬ সালে

6➤ A Train to Pakisthan লিখেছেন-

ⓐ জওরলাল নেহরু
ⓑ ভি.সি.মেনন
ⓒ খুশবন্ত সিং
ⓓ সলমন রুশদি

7➤ স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় -

ⓐ ১৯৪৭ সালে
ⓑ ১৯৫০ সালে
ⓒ ১৯৬৬ সালে
ⓓ ১৯৫৫ সালে

8➤ গোয়া ভারত ভুক্ত হয়

ⓐ ১৯৪৭ সালে
ⓑ ১৯৫৬ সালে
ⓒ ১৯৬১ সালে
ⓓ ১৯৭১ সালে

9➤ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়-

ⓐ কাশ্মীর
ⓑ হায়দ্রাবাদ
ⓒ জুনাগড়
ⓓ জয়পুর

10➤ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়-

ⓐ ১৯৫৪ সালে
ⓑ ১৯৫৩ সালে
ⓒ ১৯৬০ সালে
ⓓ ১৯৬৫ সালে

11➤ স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল-

ⓐ কাশ্মীর
ⓑ জুনাগড়
ⓒ হায়দ্রাবাদ
ⓓ জয়পুর

12➤ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল-

ⓐ গোদাবরী উপত্যকায়
ⓑ দক্ষিণ উড়িশ্যায়
ⓒ কাথিয়াবাড় উপদ্বীপে
ⓓ মালাবার উপকূলে


13➤ টোবা টেক সিং গ্রন্থটির রচয়িতা ছিলেন-

ⓐ খুশবন্ত সিং
ⓑ সলমন রুশদি
ⓒ কুলবন্ত সিং
ⓓ সাদাত হাসান মিন্টো

14➤ তামিলনাড়ু রাজ্য গঠিত হয়-

ⓐ ১৯৫০ সালে
ⓑ ১৯৫৪ সালে
ⓒ ১৯৬৬ সালে
ⓓ ১৯৫৩ সালে

15➤ ব্রিটিশরা দেশ ছাড়ার সময় দেশীয় রাজ্য ছিল-

ⓐ ৫৬২টি
ⓑ ৭১০টি
ⓒ ৬০৩টি
ⓓ ৬২৪টি

16➤ 'দেশীয় রাজ্য দপ্তর' প্রতিষ্ঠিত হয়-

ⓐ ১৯৪৭, ২৭ জুন
ⓑ ১৯৪৭, ২২ আগষ্ট
ⓒ ১৯৪৭, ২৭ জুলাই
ⓓ ১৯৪৭, ২৭মে

17➤ গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন-

ⓐ ভি.পি.মেনন
ⓑ গান্ধী
ⓒ জওহরলাল নেহরু
ⓓ ড. রাজেন্দ্র প্রসাদ

18➤ স্বাধীনতা লাভের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন-

ⓐ জহরলাল নেহরু
ⓑ গবিন্দবল্লভ পন্থ
ⓒ জগজীবন রায়
ⓓ সর্দার বল্লভভাই প্যাটেল

19➤ উদবাস্তু সমস্যা সমাধানের জন্য যে চুক্তি হয় তা হল-

ⓐ গান্ধি-লিয়াকত চুক্তি
ⓑ জিন্না-নেহরু চুক্তি
ⓒ নেহরু-লিয়াকত চুক্তি
ⓓ ব্যাটেন-লিয়াকত চুক্তি

20➤ "The Great Calcutta Killing" সংঘটিত হয়-

ⓐ ১৯৪৭, ১৬ আগষ্ট
ⓑ ১৯৪৭, ২০ আগষ্ট
ⓒ ১৯৪৭, ১৬ সেপ্টেম্বর
ⓓ ১৯৪৭, ১লা অক্টোবর


অষ্টম অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্নোত্তর (MCQ) ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে
File Details:
Name: WBBSE Madhyamik History Chapter 8 MCQ PDF
Language: Bengali
Page No: 2
Size: 211KB
Download Link: Click Here To Download

No comments:

Post a Comment