Header Ads Widget

Breaking

Thursday, September 8, 2022

Madhyamik Bangla Suggestion - সঠিক উত্তরটি নির্বাচন কর

Madhyamik Bangla Suggestion - সঠিক উত্তরটি নির্বাচন কর

Madhyamik Bangla Suggestion

wbelearning


মাধ্যমিক পরীক্ষা ২০২৩ (Madhyamik Exam 2023) এর বাংলা নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রী চিন্তিত রয়েছো কীভাবে মাধ্যমিক পরীক্ষায় বাংলায় ভালো ফল করা যায় এবং ইন্টারনেটে খুঁজে চলেছো কোথায় সিরিজ অনুসারে প্রশ্নোত্তর পাওয়া যাবে। তা হলে তুমি সঠিক জায়গাতেই এসেছ।

♦ সঠিক উত্তরটি নির্বাচন করঃ

১। "আমাকে বেঁধে রাখো"- বক্তা হল-

(ক) ইসাব
(খ) অমৃত
(গ) কালিয়া
(ঘ) পাঠান
➤ উঃ- অমৃত।

২। "আপনাকেই হয়তো আর'a'একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে।"- কাকে প্রায়শ্চিত্ত করতে হবে?

(ক) নিমাইবাবুকে
(খ) অপূর্বকে
(গ) সব্যসাচীকে
(ঘ) রামদাসকে
➤ উঃ- অপূর্বকে।

৩। 'একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল', যাকে কেন্দ্র করে সে হল 

(ক) উন্মাদ পাগল
(খ) রূপসী বাইজি
(গ) বিরাগী সন্ন্যাসী
(ঘ) ছদ্মবেশী পুলিশ
➤ উঃ- উন্মাদ পাগল।

৪। 'হৈমবতী-সুত' হলেন-

(ক) অর্জুন
(খ) লক্ষ্মণ
(গ) কার্তিকেয়
(ঘ) মেঘনাদ
➤ উঃ- কার্তিকেয়। 

Madhyamik History pdf

৫। 'আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

(ক) কৃষ্ণনগরের
(খ) গৌড়ের
(গ) আরাকানের
(ঘ) বর্ধমানের
➤ উঃ- আরাকানের।

৬। কালো ঘোমটার নীচে কি অপরিচিত ছিল?

(ক) আদিম রূপ
(খ) মানবরূপ
(গ) হিংস্ররূপ
(ঘ) অমানবিক রূপ
➤ উঃ- মানবরূপ।

৭। ফাউণ্টেন পেন সংগ্রহ করতেন -

(ক) রবীন্দ্রনাথ
(খ) শৈলজানন্দ
(গ) জীবনানন্দ
(ঘ) সব্যজিৎ রায়
➤ উঃ- শৈলজানন্দ।

৮। ছোটবেলায় রাজশেখর বসুকে যাঁর বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন -

(ক) রামমোহন রায়
(খ) ব্রজমোহন মল্লিক
(গ) কেশবচন্দ্র নাগ
(ঘ) ব্রহ্মমোহন মল্লিক
➤ উঃ- ব্রহ্মমোহন মল্লিক।

♦ আরও পড়ঃ মাধ্যমিকের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

৯। 'International' শব্দটির যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে - তা হল

(ক) সার্বজাতিক
(খ) সর্বজনীন
(গ) আন্তর্জাতিক
(ঘ) আন্তঃদেশীয়
➤ উঃ- সার্বজাতিক।

১০। অনুসর্গ কী জাতীয় পদ?-

(ক) অব্যয়জাতীয়
(খ) বিশেষ্যজাতীয়
(গ) সর্বনাম
(ঘ) ক্রিয়াপস
➤ উঃ- অব্যয়জাতীয়।

১১। 'তপনের মাথায় ঢোকে না'- নিম্নরেখ পদটি হল-

(ক) সম্বন্ধ পদ
(খ) সম্বোধন পদ
(গ) কর্তৃকারক
(ঘ) কর্মকারক
➤ উঃ- সম্বন্ধ পদ।

১২। উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হলে, তাকে বলে-

(ক) মধ্যপদলোপী কর্মধারয়
(খ) রূপক কর্মধারয়
(গ) উপমান কর্মধারয়
(ঘ) উপমিত কর্মধারয়
➤ উঃ- রূপক কর্মধারয়।

১৩। নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল - নিম্নরেখ পদটি কোন পদটি কোন সমাসের উদাহরণ?

(ক) অব্যয়ীভাব
(খ) কর্মৎপুরুষ
(গ) করণ তৎপুরুষ
(ঘ) কর্মধারয়
➤ উঃ- করণ তৎপুরুষ।

১৪। কালিয়া তো ওকে ছাড়লোই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল।- বাক্যটি কোন শ্রেণীর?

(ক) সরলবাক্য
(খ) জটিলবাক্য
(গ) যৌগিকবাক্য
(ঘ) মিশ্র বাক্য
➤ উঃ- যৌগিকবাক্য।

১৫। 'মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই ভালো ফল পাবে?- এটি কী ধরনের বাক্য?

(ক) নির্দেশক বাক্য
(খ) শর্তসাপেক্ষ বাক্য
(গ) অনুজ্ঞাসূচক বাক্য
(ঘ) আবেগসূচক বাক্য
➤ উঃ- শর্তসাপেক্ষ বাক্য।

১৬। ক্রিয়া প্রাধান্য পায় কোন বাচ্যে?

(ক) কর্মবাচ্যে
(খ) কর্তৃবাচ্যে
(গ) ভাববাচ্যে
(ঘ) কর্ম-কর্তৃবাচ্যে
➤ উঃ- ভাববাচ্যে।

১৭। 'শাঁখ বেজে উঠল চারদিকে।'- এটি কোন বাচ্যের উদাহরণ-

(ক) কর্তৃবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্ম-কর্তৃবাচ্য
(ঘ) কর্মবাচ্য
➤ উঃ- কর্ম-কর্তৃবাচ্য।



No comments:

Post a Comment