Header Ads Widget

Breaking

Thursday, October 6, 2022

Madhyamik Bengali MCQ Suggestion 2022 - বাংলা মক টেস্ট ৭

Madhyamik Bengali MCQ Suggestion 2022 - বাংলা মক টেস্ট ৭ 

Madhyamik Bengali MCQ suggestion 2022. These Questions are very important for the Madhyamik students to carry good marks in the Madhyamik exam 2022-23

Madhyamik Bengali MCQ Suggestion 2022

wbelearning,
        প্রিয় বন্ধুরা,


                      তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা 2022-23 (Madhyamik Exam 2022-23) তাদের সুবিধার্তে আমরা একটি বিকল্প পথ গ্রহণ করেছি যাতে করে তোমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে ভালো ফল করতে পার। তার জন্য একটি অনলাইন মক টেস্টের ব্যবস্থা করলাম। আশা করি তোমরা এতে ভীষণ উপকৃত হবে।

1➤ 'বুড়ো মানুষের কথাটা শুনো'- বুড়ো মানুষটি হলেন-

ⓐ জগদীশবাবু
ⓑ অপূর্ব
ⓒ গিরীশ মহাপাত্র
ⓓ নিমাইবাবু

2➤ নদের চাঁদ নদীকে দেখেনি-

ⓐ চারদিন
ⓑ পাঁচদিন
ⓒ ছয়দিন
ⓓ সাতদিন

3➤ 'অল্পবিদ্যা ভয়ংকরী' প্রবাদের সত্যতা মেলে-

ⓐ বৈজ্ঞানিক সন্দর্ভে
ⓑ বৈজ্ঞানিক প্রবন্ধে
ⓒ অনুবাদ গ্রন্থে
ⓓ সাময়িক পত্রে

4➤ 'বাবু কুইল ড্রাইভার্স'- বলতেন-

ⓐ লর্ড কার্জন
ⓑ লর্ড ডালহৌসি
ⓒ লর্ড মিন্টো
ⓓ লর্ড ওয়েলেসলি

5➤ 'একটু তারিফই করলেন'- তারিফ করলেন-

ⓐ জগদীশবাবু
ⓑ দোকানদার
ⓒ সন্ন্যাসী
ⓓ মাস্টারমশাই

6➤ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়-

ⓐ ১৯৬৩ খ্রিঃ
ⓑ ১৯৩৬ খ্রিঃ
ⓒ ১৯৩৭ খ্রিঃ
ⓓ ১৯৭৩ খ্রিঃ

7➤ 'আফ্রিকা' কবিতাটির উৎস গ্রন্থ-

ⓐ পত্রপুট
ⓑ প্রান্তিক
ⓒ শিশু
ⓓ মানসী

Madhyamik History pdf

8➤ 'উত্তরিলা বীরদর্পে অসুরারি-রিপু' - 'অসুরারি-রিপু' হলেন-

ⓐ রামচন্দ্র
ⓑ রাবণ
ⓒ লক্ষ্মণ
ⓓ ইন্দ্রজিৎ

9➤ 'তারা আর স্বপ্ন দেখতে পারল না'- তারা হলেন-

ⓐ দেশভক্তরা
ⓑ সাধারণ মানুষ
ⓒ সৈনিকরা
ⓓ দেবতারা

10➤ 'এ মায়া, পিতঃ, বুঝিতে না পারি!'- বাক্যটি হলো-

ⓐ অনজ্ঞাসূচক
ⓑ আবেগসূচক
ⓒ যৌগিক বাক্য
ⓓ মিশ্রবাক্য

11➤ 'ময়ূরাক্ষী'র ব্যাসবাক্য হবে-

ⓐ অক্ষি ময়ূরের ন্যায়
ⓑ ময়ূরের ন্যায় অক্ষি
ⓒ ময়ূরের অক্ষির ন্যায় অক্ষি যার
ⓓ ময়ূর অক্ষির ন্যায়

12➤ ক্ষুদ্র শাখা=প্রশাখা - কোন সমাসের উদাহরণ-

ⓐ তৎপুরূষ
ⓑ কর্মধারয়
ⓒ বহুব্রীহি
ⓓ অব্যয়ীভাব

13➤ ছেলেরা মাঠে বল খেলে। - রেখাঙ্কিত পদটি-

ⓐ কর্তৃকারক
ⓑ কর্মকারক
ⓒ করণকারক
ⓓ অপাদান কারক

14➤ 'অনুসর্গ' এক প্রকার-

ⓐ বিশেষ্য বাক্য
ⓑ বিশেষণ
ⓒ অব্যয় পদ
ⓓ ক্রিয়াপদ

15➤ বাক্যের মুল বিধেয় অংশে থাকে-

ⓐ বিশেষ্য
ⓑ বিশেষণ
ⓒ সর্বনাম
ⓓ ক্রিয়া

16➤ 'তপনকে যেন আর কখনো শুনতে না হয়।'- কোন বাচ্যের উদাহরণ?

ⓐ কর্তৃবাচ্য
ⓑ ভববাচ্য
ⓒ কর্মবাচ্য
ⓓ কর্মকর্তৃবাচ্য

17➤ 'লেখক সুন্দর লেখেন'- রেখাঙ্কিত পদটি হল-

ⓐ সমধাতুজ করণ
ⓑ নিরপেক্ষ কর্তা
ⓒ প্রযোজক কর্তা
ⓓ সমধাতুজ কর্তা


No comments:

Post a Comment